You are here
নীড়পাতা > নারীর অগ্রযাত্রা > ককপিটে বসেই ছবি, ইন্টারনেট কাঁপাচ্ছেন নারী পাইলট

ককপিটে বসেই ছবি, ইন্টারনেট কাঁপাচ্ছেন নারী পাইলট

নারী পাইলট ইভা ক্লেয়ার, বয়স ৩১।বিমানের ককপিটে নিজের দিনযাপনের ছবি শেয়ার করে ইনস্টাগ্রামে ভাইরাল হয়ে উঠেছেন। সুন্দরী, অ্যাডভেঞ্চার-প্রিয়, সাহসী এই পাইলটের ফলোয়ার্স প্রায় ৬৭ হাজার।

নেদারল্যান্ডের বাসিন্দা ক্লেয়ার বোয়িং ৩৭৩ চালান। বিমান ওড়ানোর সুবাদে তাঁকে পৃথিবীর নানা প্রান্তে যেতে হয়। ককপিটে বসে সেই সব দুর্দান্ত জায়গার ছবি তুলে নিয়মিত পোস্ট করেন সোশ্যাল সাইটে। আর এতেই সম্প্রতি ভ্রমণপিপাসুদের নয়নের মণি হয়ে উঠেছেন তিনি।  

নিজের মুখেই ক্লেয়ার বলছেন, ‘প্রথমে ফেসবুকে এইসব ছবি দিতাম, তারপর ভাবলাম, আমার ছবি যদি আবার কাউকে বিরক্ত করে! তাই ফেসবুক ছেড়ে ইনস্টাগ্রামে শেয়ার করি এখন। ’ তাঁর যুক্তি, প্রত্যেক মানুষের উচিত বুকের মধ্যে তাঁর স্বপ্নকে সত্যি করার সাহস রাখা।

তাঁর ছবি অন্যদের অনুপ্রাণিত করুক পাইলট হতে, বিশেষত মেয়েদের।

ক্লেয়ার স্পেনের বার্সেলোনার মেয়ে। কিন্তু কাজের সুবাদে এখন তাঁকে হংকংয়ে কাটাতে হয় বেশিরভাগ সময়।

তিনি বলেন, ‘ভবিষ্যতে পাইলট হতে চায় এমন অনেক মেয়েই আমাকে মেসেজ করে। আমাকে দেখে ওঁরা অনুপ্রাণিত হয়। ’

সূত্র: সংবাদ প্রতিদিন

 

 

 

Similar Articles

Leave a Reply