You are here
নীড়পাতা > সংবাদ > আন্তর্জাতিক > ইস্তানবুল হামলার কবল থেকে বাঁচলেন হৃতিক

ইস্তানবুল হামলার কবল থেকে বাঁচলেন হৃতিক

ইস্তানবুল হামলার কবল থেকে অল্পের জন্য বেঁচে গেলেন  বলিউড অভিনেতা হৃতিক রোশন ও তার দুই পুত্র। ইস্তানবুলের আতাতুর্ক বিমানবন্দরে আত্মঘাতী বোমা হামলার দুই ঘণ্টা আগেও অবস্থান করছিলেন তারা। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
তাছাড়া,দুইটি টুইটার পোস্টের মাধ্যমে হৃতিক নিজেইএ ঘটনা নিশ্চিত করেছেন।
ঘটনার দুই ঘণ্টা আগেও শিশু সন্তান রেহান ও রিদানকে নিয়ে ইস্তানবুল বিমানবন্দরে অবস্থান করছিলেন হৃতিক। কানেকটিং ফ্লাইট ধরতে না পারায় এখানে আটকে গিয়েছিলেন তারা। বিজনেস ক্লাসের টিকিট না পাওয়াতেই এই সমস্যায় পড়েন তিনি। তবে কর্তৃপক্ষের সহায়তায় ইকোনমি ক্লাসের  টিকিট পেয়ে তারা ইস্তাম্বুল বিমানবন্দর ছেড়ে যান।
টুইটার পোস্টে হৃতিক আরো জানান, ধর্মের কারনে নিষ্পাপ লোকজন মারা যাচ্ছেন, জঙ্গিবাদ দমনে আমাদের সবার একতাবদ্ধ হওয়া উচিত।
তুরস্কের ইস্তানবুলের আতাতুর্ক আন্তর্জাতিক বিমানবন্দরে আত্মঘাতি বোমা হামলায় অন্তত ৩৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় হতাহত হয়েছেন শতাধিক। হামলাকারীরা প্রথমে গুলিবর্ষণ ও পরে বোমা বিস্ফোরণ ঘটায়।

Similar Articles

Leave a Reply