You are here
নীড়পাতা > সংবাদ > আন্তর্জাতিক > ইরানে শিশু ধর্ষণের দায়ে একজনের ফাঁসি

ইরানে শিশু ধর্ষণের দায়ে একজনের ফাঁসি

ইরানে ছয় বছর বয়সী এক আফগান শিশুকে ধর্ষণের দায়ে বৃহস্পতিবার এক ব্যক্তিকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করেছে দেশটির আদালত। অভিযুক্ত ধর্ষকের বয়স ১৭ বছর হওয়ায় তার ফাঁসি কার্যকর করায় সমালোচনার মুখে পড়তে হয়েছে ইরানকে।

তেহরান প্রদেশের বিচার বিভাগের প্রধান গোলাম হোসেন ইসমাইলি বলেন, ‘নির্যাতিতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে আজ সকালে শাস্তি কার্যকর করা হয়েছে।

প্রসঙ্গত, তেহরানের দক্ষিণে অবস্থিত ভারামিন শহর থেকে ২০১৬ সালের এপ্রিল মাসে আমির হোসেন পুরজাফর নামের ওই পাষণ্ড সেতায়েশ গোরেশি নামের ওই মেয়েটিকে অপহরণ করে। পরে আমির শিশুটিকে ধর্ষণ ও হত্যা করে। ওই সময় আমিরের বয়স ছিল ১৭ বছর।

Similar Articles

Leave a Reply