You are here
নীড়পাতা > সংবাদ > খেলাধুলা > আঙুলে চোট পেয়েছেন তামিম

আঙুলে চোট পেয়েছেন তামিম

ফিল্ডিং অনুশীলনের সময় চোট পেয়েছিলেন গতকাল। আর দুঃসংবাদটা শুনলেন আজ। শুধু তাঁর জন্য নয়, আসলে বাংলাদেশের জন্যই দুঃসংবাদ। এক্স-রেতে তামিম ইকবালের বাঁ হাতের কনিষ্ঠ আঙুলে চিড় ধরা পড়েছে। ফলে অন্তত আগামি দুই থেকে তিন সপ্তাহ ব্যাট হাতে নিতে পারবেন না এই ড্যাশিং ব্যাটসম্যান।

তবে তামিম আশাবাদী, ‘তিন সপ্তাহ হলেও সর্বোচ্চ ১৮ তারিখ পর্যন্ত বাইরে থাকব। আশা করছি, আফগানিস্তান সিরিজে খেলতে পারব।’

জাতীয় দলের ফিজিও বায়েজিদুল ইসলাম খান আশ্বস্ত করে বলেছেন, চিড় ধরা পড়েছে বাঁহাতি এই ওপেনারের বাঁ হাতের কনিষ্ঠায়। অন্তত সপ্তাহ তিনেক লাগবে চোট সারতে। তবে শঙ্কা নেই ইংল্যান্ড সিরিজ নিয়ে।

“আপাতত স্কিল ট্রেনিং করতে পারবে না তামিম। তবে ফিটনেস ট্রেনিং চালিয়ে যেতে পারবে সতর্কভাবে।”

আগামী ৩০ সেপ্টেম্বর বাংলাদেশে আসার কথা ইংল্যান্ডের। প্রথম ওয়ানডে ৭ অক্টোবর। এখনও সময় আছে প্রায় ছয় সপ্তাহ।

Similar Articles

Leave a Reply